হয়তবা তোমার হৃদয়টা স্পর্শ করে,
ঐ ঝিলিমিলি জোৎস্নায়,
গভীর রাতে মনটা আলোকিত করে
তোমার নীরবতার সংগী হয়।
কখনো বা আলোকিত উদ্যানে,
সুরুচি রুপে সাজানো, সুশ্রী পোশাকে
মনটা আতি-পাতি হয় সর্গের
পরীদের সন্ধানে,
তখন মনটাকে কেড়ে, সকল চেতনা ভুলিয়ে,
পাখিদের কলকাকলি যখন নীরব হয়ে যায়,
ঐ নিষ্কলংকিতা কত যে গান শোনায়।
শুনিছি প্রেমালাপে নাকি মাঝে মাঝে ঝগড়া হয়,
কিন্তু ওই মায়াবিনীর চোখে তা কি
কখনো অনুভুত হয়?
গভীর আঁধারকে আলোকিত করে
হয়ত সে তোমায় নিয়ে,
কখনো সে পাড়ি দেয় সাজানো গুছানো
স্বপ্নের পরীদের দেশে।
জড়ানো,
হয়ত আলো দেয় ঐ মায়াবিনী চোঁখে
প্রেমিক খ্যান্ত সুন্দরের কাছে,
তাই ভেব না চাঁদ একা তোমার
আলোকিত করে বিশ্ববাসিকে
মায়াবিনী চোখ সে সে দেখে
গভীর নীরবতায় যে যে চেয়ে থাকে।