জ্বলে যাক, পুড়ে যাক,
ছাড়খার হয়ে যাক,
       জীবন ধারা,
খুব ভোরে ওঠে আর
       ঠোঁট বাঁকা  গম্ভীর
           শয়তান তারা।
মনে নাহি ওদের বল
   চোখে মুখে করে ছল,
উঠে থাকে রোজ রোজ
             প্রভাত বেলা।
হাসি মুখে নাহি তার,
   জীবন তার বর্বর,
বোঝে নাহি কভু সে
    আনন্দের খেলা।