যে কাব্য বিষাদে ভরা
যে ভালোবাসা আবেগে মরা,
আমি চাই না সেই বিষাদীত কাব্য
বিষাদময় সেই ভালোবাসা।


যে ভালোবাসা হ্রদ্রতা আনে না
যে ভালোবাসা জীবনযাত্রার
বাধা মানে না,
শেষ করে দেয় জীবনের সকল আশা,
আমি ঘৃণা করি সেই ভালোবাসা।


যে কাব্যে নেই কোন হৃদ্রতার প্রতিফলন,
যে ভালোবাসা বিষাদীত, পরে থাকে
সর্বদা অবলোকন,
আমি ছুড়ে দেই সেই ভালোবাসা।


যেখানে মানব হৃদয় অবহেলীত,
যেখানে নতুন পূষ্পরাজ নিষ্পেষীত
যেখানে মানবাত্মার ব্যর্থতা প্রতিফলিত,
সেখানে কি করে হবো আমি নির্যাতীত।