হে আকাশ,
কেমন হতো, যদি আমার দুঃখ গুলো,
তোমার মতো বৃষ্টি হয়ে ঝরত।
মানব হৃদয়ের বেদনা নামক শব্দটা
যদি দুনিয়া হতে মরত।


ক্ষোভানলে তরঙ্গমালা যেমনি
ভাঙে নদীর কূল।
মানব জীবন শান্তীর হতো
যদি ভাঙত ভূল।


ওহে মেঘ,
মানব জীবন সুন্দর হতো,
যদি বাষ্পকণার মতো
তারা একতাবদ্ধ হতো।
আর যদি ছিন্ন হতো,
মুক্ত ধুলি কণার মতো ঝুড়ো বাতাশে
উড়ে যেত।