এই বিশাল পৃথিবীর সংকীর্ণ বাতায়নে
আমি বসে আছি,
সর্বত্র ভ্রমনের সৎ সাহস একটু
একটু করে হারিয়েছি।
আমি চেয়েছিলাম অসাম্যের মাঝে
সাম্যতা বজায় রাখতে,
বিশাল অরন্যে মানুষের জন্য বসবাসের
একটা ঘর বাধতে।
চলতে পথে যদিও আমি
একটু থেমেছি
ভয় নামক শব্দটা একটু একটু
করে ভুলেছি।
মানুষ যখন অসহায় অনুভব করে
পৃথিবীর সকল দুর্বলতা
এসে তার ধরে
মহা দাতা হয়ে যায় মহা পর,
যদি হাত শুন্য হয়ে বেঁচে থাকে
জগতের উপর
চলমান নদী যদি কখনো পথ হারায়
অজস্র শৈবাল দাম তারি বাঁধা দেয়।
নদী গুলো বারি হীন যদি হয়ে যায়
জগত হতেই সে অস্তিত্ব হারায়।