তুমি গভীর নিঃসঙ্গ সাগরে একবার
ডুপ দিয়ে দেখ,
অজানা কিছু নিরস সুর তুমি খুজে পাবে।
হয়ত তুমি এটা খুজছিলে,
অনেক দিন ধরে,
হয়তবা তুমি অনেক কিছু পাচ্ছ না
এ লোকালয়ে,
পেতে পারো তুমি খুজে দেখ জঙ্গলে।
কিন্তু তোমার ধানতায়, সামাজিকতাকে বলি
দিও না। বরং মানব সমাজের হাতে
হাত রাখ।


হতে পারে তোমার ত্বত্ত গুলো ভুল প্রমাণ,
কিন্তু ছেড় না তুমি আস্থা,
করিও না কখনো অভিমান।
মানুষের জীবন চলার পথে শত বাধা,
আসে যায়, হয়তবা কারো হৃদয়
অভিমানে কুড়ে কুড়ে খায়,
সেজন, পারে লক্ষে পৌছাতে, যেজন
লক্ষ কামনা করিনি,
নিজের কাজটা কখনো কঠিন ভাবিনি।