কত সুন্দর সেই চেনা মুখ আবার উদায়মান,
চোখ দুটো তার কাজল কালো
মনটা যেন তার চেয়ে ভালো
চুল গুলো তার উড়ছে যেন
বাতাসে প্রবাহমান।
শুকনা পাতার দুষ্টুমিতে মুখ নারা দেয় অভিমানে,
ক্লান্ত দুপুর শ্লান্ত গায়ে,
মেঘে ঢাকা গোঁধুলীতে,
জোছনা রাতে কখনো বসে
তারা গোনার অভিযানে।
অশ্রু ঝরে অবিরত, বৃষ্টি ঝরে চোখে কত,
সেদিন সন্ধ্যা বেলা,
বিরহতে বসে সে মানছে অবহেলা।
হাত দুটো তার যালি শশা,
দাঁত গুলোতে মুক্তা ঘষা,
চোখ দুটো যেন ময়ূরাক্ষী,
নীলাকাশে কত পক্ষী,
উড়ছে অবিরাম।
নীল পরীরা হিংসা করে,
অশ্রু তাদের চোখে না ধরে,
বলে তোরা একটু থাম।