বিড়াল ছানা         বিড়াল ছানা
        ডাকছ তুমি ম্যাও!
দেখছ কিনা          ব্যস্ত সবাই
       শুনছে নাতো কেও।


শুনবে নাতো      তোমার কথা
        যতই ঘুরো দ্বারে,
ঘুমায় তারা          নিজের মত
        নিজ উদর পুরে।


যতই তুমি         তাদের কাছে
       পাত নিজের হাত,
বড্ড পাষাণ        তাদের মন
       দেবে না মাছ-ভাত।


জীর্ণ শরীর         খাওনি বুঝি
        কয়েক দিন ধরে!
এসো নাহয়      আমার কাছে
       দিচ্ছি আদর করে।


আমার আছে       দুধের বাটি
       আছে মাছের মাথা,
দিচ্ছি তোমায়     পেট টা ভরো
        গোপন রেখো কথা।


বিড়াল ছানা        বিড়াল ছানা
       আর কেঁদো না  তুমি,
খিদে পেলেই      আসবে চলে
        খাবার দেব আমি।