বলতে পারো মনের মতো
বন্ধু কোথায় আছে?
বলবো আমি চোখ ঘুরিয়ে
খুঁজতে পারো কাছে।


দেখতে পারো টেবিল জুড়ে
সাজিয়ে রাখা তাঁকে,
বোকার মত পড়ে থেকেই
ডাকছে যেন কাকে!


গায়ের পর ধুলোর ছাপ
পোকা ধরেছে কবে,
সুযোগে পেলে উঠবে জেগে
ছুয়ে দিলেই তবে।


আলোর ছোঁয়া বইছে বুকে
তোমার অপেক্ষাতে,
তোমায় নিয়ে ঘুরতে যাবে
জানা-অজানা পথে।


সৎ আদেশ সদাই পাবে
অসৎ কাজে বাধা,
সুখ-দুঃখ, হাসি-কান্নায়
থাকবে পাশে সদা।  
  
রাখতে পারো অবহেলায়
তবুও বলি ভাই,
বই অপেক্ষ আপন বন্ধু
জগৎ জুড়ে নাই।