জোনাক পোকা জোনাক পোকা
কোথায় পেলে আলো?
চাঁদ থেকে না সূর্য থেকে
আমায় তুমি বলো।
এততো আলো নিয়েও কেন
ঝোপের পাশে থাকো?
তোমায় দেখে জংলী লতা
হাসে কেমন দেখো!
তাও রাত্তিরে তাদের সাথে
বাঁধো আলোর মেলা,
শুনছি তোমার প্রেমও নাকি
মিষ্টি আলোর খেলা।
জোনাক পোকা বলবে আমায়
কোথায় পেলে আলো?
আমি নাহয় মাখবো গায়ে
ঘুচাতে সব কালো।।