ধরণীর অধিপতি
খোদা মহীয়ান,
আমাদের ভালোবেসে
দিলে রমাদান।


রোজা দিলে বুঝে নিতে
তার হাহাকার,
যারা মরে ধুকে ধুকে
থাকে অনাহার!
ধনী কেবা ধনহীন
আজকে সমান,
সম আর সমতার
মাহে রমাদান।


আজ হতে ধরণীতে
খুলেছে আবার;
রহমত, বরকত,
নাজাতের দ্বার।
তাই দেখে শোকে ভোগে
বন্দি শয়তান!
ইবাদতে ডুবে যেতে
এলো রমাদান।


খোদা বলে, রোজা এই
কেবল আমার,
খুশি হয়ে নিজ হাতে
দেবে পুরস্কার।
বৃথা হতে দিয়ো নাকো
হে মুসলমান,
মাগফেরাতের মাস
মাহে রমাদান।


এই মাসে আছে এক
মর্যাদার রাত,
শেষ দশে খুঁজে নিয়ো
করে ইবাদাত।
এই মাসে বাণী আসে
আল-কোরআন,
মুমিনের হৃদয়ের
মাহে রমাদান।


মুক্তি নিয়ে রোজা এলো
তোমাদের ঘরে,
জান্নাতের খোলা দ্বারে
পৌঁছাতে তোমারে।
আজকের প্রতিক্ষণ
মহা মূল্যবান,
পাপ-তাপ ভুলে তাই
হও পূন্যবান।
সব সেরা মাস এই
কি আছে সমান,
জীবনে আরো আসুক
মাহে রমাদান।।