কি চমৎকার প্রভু
সাজায়াছ তব সংসার!
মনে হয় যেন তাহারি
প্রেমে পড়ি বারং বার।
চারিদিকে পানি ঘেরা,
অরণ্য দিয়াছ নিচে তার;
ঝর্ণা বুকে বয়ে নিয়ে
সুউচ্চে দাড়ায়েছে পাহাড়।


মন কারি লইল সবুজ বৃক্ষ,
তারি মাঝে ফল;
খাদ্য-ফসলে মাঠ ভরিছো
যোগাতে মোদের বল।
মনক্ষুদা মিটাইতে
গান গায় পাখিদের দল;
তুমি বাচাও মারো
রক্ষিতে পৃথিবীর শৃংক্ষল।


রঙিন করি দিয়াছ ভুবন,
নানা রঙের ফুলে;
পরতে-পরতে সৌন্দর্য লুকায়ে
দেখি চোখ খুলে।
কত সৃষ্টি দিয়াছ
দৃষ্টি অগোচরে ধরণী তলে!
সবি যেন সিজদা রত
তোমারি আরশ তলে।


হিংস্রতা দিয়াছ পশু মাঝে-
রক্ষা করিতে বন,
বাঁচিবার লাগি একে অপরে
করিছে ভক্ষণ।
ক্ষরা শুকায় সবি,
দেখ ভাসায় আবার প্লাবন;
সবারে আবার ভালোবাসা দিয়াছ,
দিয়াছ মন।


সূর্য দিয়াছ সকাল সাজাতে,
তারি মাঝি আলো;
রাত্রি সাজাতে চাঁদ
সাথে আরো তারকা জমকালো।
কি আছে ঐ মহাকাশ জুড়ে
কে জানে কটুক বলো?
বৈজ্ঞানিক সকল খুঁজেও
তার কিনারা না পেলো।


সবচেয়ে চমকপ্রদ সৃষ্টি
তোমার মনুষ্যজাত,
দুপায়ে দাঁড়ায়ে কেমন
পৃথিবীটা করেছে হাত।
তাইতো খোদা কহিছে
আশরাফুল মাখলুকাত;
রাখিয়ো স্মরণ
করিয়ো আমারি ইবাদাত।