আমারি ফেরারি মনে


আমি আর বিচার চাইতে আসিনি
তাই এই রণাঙ্গনে দাঁড়িয়ে আছি একা
যারা পেছন দরজা দিয়ে পালিয়ে যেতে চাও
কিংবা রণেভঙ্গ দেয়ার জন্যে আপাত এসেছো,
আঁতাত করবে বলে জুজু খেলা মনে করছো
অগ্রগামী এই যুযুৎসায়।
আমার ফেরারি মনে 
প্রতিটি রাত কাটে সঙ্গাহীন মৃত্যুর অপেক্ষায়
আর পথচলা আলোহীন করে 
রিরংসায় আঁড়ি পেতে আছো,
ধর্মভয় ঢেলে দিচ্ছো যারা আমার জরায়ুতে,
তাঁরা এখনি ভাগো।
কি সাহস তোমার?
আমাকে বস্তাবন্দী করে
যখন তখন উপড়ে ফেলবে আমার বসন
আর বুদ্ধিদীপ্ত চতুরতায় বলবে,
যুদ্ধ কিসের?
যুদ্ধ তো থেমে গেছে কবে?
এই দেখো,
জাদুকরের মতো এতোক্ষণে ওই
বস্তা থেকে বেরিয়ে এসেছি,
বিদ্রোহী কয়েদীর মতো
ছিঁড়ে ফেলে চকচকে হাতের শিকল
এই আমি দাঁড়িয়ে আছি রাস্তায়
নাঙ্গা হাতে খোলা তলোয়ারে।
আপাত আমি একাই এসেছি
আমার সাথে আছে ইতিহাস।
সুতরাং, যে আসতে চাও এসে পড় রাস্তায়
যে আসবে না তাকে প্রতিপক্ষ মনে করেই
আমার যুদ্ধ চালিয়ে যাবো।
ভেবেছো কি হেরে যাবো?
আমার তনু মন প্রাণ,
মৃত্যু আর শত্রু হননের জিঘাংসায় প্রস্তুত
যারা মৃত্যুর ভয় করে তারাই হারে
প্রত্নজীব মৃতেরা হারেনা।।