অভিমানি মন


আমার কোনো দুঃখ নেই
কেননা সুখ নেই বলে।
আমার কোনো অন্ধকার নেই
কেননা আলোক আমাকে পুলকিত করেনি কখনো।
যারা আমাকে নিয়ত বিদ্রুপের কষাঘাতে বিদ্ধ করেছে
প্রতারিত করেছে আলো হাতে আলেয়ার মতো।
যে সুন্দরী নারী আমাকে ভালোবাসবে বলে কথা দিয়ে
রিরংসায় কালক্ষেপণও করেনি অন্য বেগানাতে;
তাঁর প্রতি আমার কোনো ঘৃণা-অভিমান নেই।
যারা আমার স্পর্শকাতর শরীরে পিঠে চুম্বনে অভিষিক্ত করবে বলে,
চাবুকের আঘাতে আঘাতে রক্তাক্ত করেছে বারবার;
এ অনবদ্য অভিজ্ঞতা তো তাঁরই দেয়া।
যিনি বোশেখের উত্তাল ঝড়ে বিজলি আকাশে
বন্ধ করে দিয়েছিলো হৃদয়ের দ্বার
তাঁর প্রতি আমার কোনো অভিসম্পাত নেই।
কেননা এখন আমি নিয়তই বিক্ষুব্ধ আকাশ হাতে
বুক পেতে রাত্রির অন্ধকারে দাঁড়াই ;
দুঃখের বৃন্ত থেকে ছিঁড়ে  আনি
অভিজ্ঞতার ফুল।
এখন আমি আলোহীন রাত্রির গহ্বর থেকে
প্রদীপ্ত সূর্যকে ছিনিয়ে আনার জন্যে
রাত্রিকেই অত্যধিক ভালোবেসে বেসে
দিবসের তুচ্ছজ্ঞান করি।
এখন আমি ভালোবাসি, ভালোবাসাহীন ব্যর্থ পৃথিবীকে।
এখন আমি জোনাকি পোকাকে ভালোবেসে চাঁদ হতে বলি,
বজ্রাঘাতকে ফিরিয়ে দিয়ে বলি, সূর্য হও তারচে'
এখন আমি বিক্ষুব্ধ ঢেউয়ের মাঝে নগ্ন হয়ে একাকী দাঁড়াই।
যারা আমায় কবি বানিয়েছে,
আমার সর্বস্ব কেড়ে নিতে নিতে
একমাত্র আমাকে রেখেছে এই অরুদ্ধ সন্ধ্যায়।
যারা আমার অব্যক্ত শরীর থেকে অবিরাম আঘাতে আঘাতে
বের করে এনেছে অনুচ্চারিত কবিতার পুঁজ
তাদের প্রতিইবা আমার কম দায়বদ্ধতা কিসে?