ভালোবাসি প্রিয়তমা


তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি
এই সুন্দর, স্বপ্নময় নিরেট সত্যটি জানালাম
নিঃস্বার্থ, নির্মোহ ভালোবাসি তোমাকে
তোমাকে শুধুই ভালোবাসি
আমি সেকথা বোঝানোর জন্যে
ফুল থেকে শুরু করে বনরাজি
নদী থেকে সাগর
আকাশ থেকে শুরু করে নক্ষত্র নীহারিকা
পৃথিবীর সমস্ত শক্তিমান উপমাগুলো খুঁজতে খুঁজতে
হয়রান হয়ে হয়ে ভেবেছি
শুধু তোমাকে একটু ভালোবাসার কথা
বলবো বলবো করে।
মনে করো আমি দখিন হাওয়া-
তুমি জানালা খুলে দাঁড়িয়ে আছো
আমার প্রতিক্ষায়
আমি তোমার দু'চোখের ভ্রু, মুখমন্ডল, 
ঠোট কিংবা চিবুক?
তোমার এলোকেশ নয়তো সাজানো কুন্তল ছুঁয়ে
নিবিরভাবে পৌঁছে গেছি ড্রইংমিররে,
অথচ এইযে আমি
বস্তুত তোমাকে আমি ছুঁয়েও দেখিনি।
মনে করো আমি জ্যোৎস্নার রাত
তোমার বিম্বিত ছাদ কিংবা ফুটফুটে লনে
আমি কতোবার আলতোভাবে জড়িয়ে ধরেছি তোমায়,
বস্তুত এই আমি
তোমাকে কোনোদিন ছুঁয়েও দেখিনি।
তুমি আমাকে রোদ ভাবতে পারো
শীতের সকালে এক চিলতে তরতাজা রোদ
কাশ্মীরি শালের মতো আপাদমস্তক জড়িয়ে ধরেছি তোমায়,
বস্তুত আমি তোমায় স্পর্শ তো দূরের কথা
কোনোদিন ছুঁয়েও দেখিনি।
মনে করো আমি শ্রাবনের বৃষ্টি অঝোরধারা
তোমাকে সিক্ত করেছি অবিরাম
তোমার বিরক্তিকর মেকাপ
পারফিউমের বিশ্রী গন্ধ
পোশাক-আশাক শাড়ি 
কামিজ-সেমিজ সব-
তুমি লজ্জায় হয়ে গেছো প্রকৃতির শ্রেষ্ঠ মানবী,
তবু সত্যি দেখো এই আমি
তোমাকে স্পর্শ তো দূরের কথা
একবার ছুঁয়েও দেখিনি।
আর তুমি?
যেন সরোবরের শান্ত স্নিগ্ধ জল
আমার সমস্ত দেহের ছবি পড়েছে তোমার শরীরে
অথচ তোমাকে ছুঁতে গেলেই 
কী ভয়ানক ঢেউয়ের কম্পন
তোমার আরশিতে আর পড়বেনা আমার অয়ন।
তোমাকে ভালোবাসি প্রিয়তমা
তোমার জীবন্ত ব্যবচ্ছেদ কোনো ভালোবাসা নয়।