বৃষ্টি ও ইষ্টি

রিমঝিম রিমঝিম টিপটিপ বৃষ্টি
বৃষ্টির মধ্যেই হোক শুভদৃ্ষ্টি
বৃষ্টিটা প্রকৃতির অতিরূপ সৃ্ষ্টি
সৃষ্টি ও দৃষ্টিতে হয় প্রেম কৃ্ষ্টি ।

চারিদিকে মেঘ আর বাতাসের কান্না
তারমাঝে হয়ে গেছে খিচুরিটা রান্না,
বৃষ্টিতে ভিজে যেতে মনচায় কার না
বউ বলে জলে ভেজা আরবার আর না।

ঐদিকে জানালায় কে কোথায় চাচ্ছে
ময়ূরের মতো দু'টো পাতিহাঁস নাচছে
ছাতা হাতে আতা মিয়া মাথা গুঁজে যাচ্ছে
দেখে তার ছেলে কার সাথে যেনো আসছে।

আতা মিয়া ছাতাটাকে মাথা থেকে গুটিয়ে
ভালোকরে দেখে সব দিকে চোখ ফুটিয়ে
ছেলে তার আড়চোখে কার সনে লুটিয়ে
বৃষ্টিতে ভেজে আর প্রেম করে চুটিয়ে।

চারিদিকে টিপটিপ রিমঝিম বৃষ্টি
বৃষ্টিতে ভিজে যদি হয় শুভ দৃষ্টি
আতা মিয়া ভেবে তাই আসে নিয়ে মিষ্টি
বলে আসো সবে হাসো হয় হোক ইষ্টি।

(ছড়া সাধারণত স্বরবৃত্ত ছন্দে লেখা হয়, কিন্তু আমি মাত্রাবৃত্ত ছন্দেও কিছু ছড়া লিখেছি। এই ছড়াটি চার মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে লেখা। শেষের ভাঙা পর্ব তিন মাত্রার)

-মাসুদ আলম বাবুল
৫.৭.২৪ সবুজবাগ, পটুয়াখালী।