হরণ পিয়াস


কে যেনো হরণ করে কার প্রিয়মুখ
কার পাশে শোয় কার গ্রীবা দেহ মন
পালিত দেহের মাঝে কে লুকিয়ে থাকে
কার কাছে মায়াবতী  শোনে রূপকথা?


কার কথা বলো তুমি? কে তোমার সেই;
যার কাছে মায়াবতী  ভালোবাসা নেই?
তবু তাকে খুঁজে নেও আঁধারের রাত
কেনো তুমি জোছনার চাঁদ ঢেকে রাখো?


কেনো তুমি হরণের সাথে করো প্রেম?
তোমার কামুক নেশা পেয়ালার মুখ
কার ঘরে যাবে বলে সেমিজ পরেছো?
কারে দেবে শরীরের বন্ধকি নদী?


সে তোমায় চাঁদ বলে হরণ করেছে
তোমার কোমল দেহে বুনে গেছে রাত
তাকে তুমি ভালোবাসো? হরণের মন
তোমার কুলায় নেই ফিরনের আশা।