মেয়েটি


মেয়েটি ছিলো দুষ্টু ভীষণ
মেয়েটি ছিলো ডানপিটে 
মেয়েটি ছিলো এ গাঁও ও গাঁও 
তেল চেহারা চিটচিটে।
মেয়েটি শুধু পড়ায় ফাঁকি 
মেয়েটি ছিলো আনমনা
মেয়েটি ছিলো একরোখা খুব
কারো সাথে তাঁর বুনতোনা।
মেয়েটি ছিলো অন্যরকম
কারো কথাই শুনতো না
বলতে গেলে স্বভাব সুলভ
কারো ধার সে ধারতোনা।
মেয়েটি ছিলো লজ্জাহীনা
মেয়েটি ছিলো আবরুহীন
মেয়েটি ছিলো চালচলনে
আনকোরা আর অর্বাচীন।
মেয়েটি দিব্যি অপরূপা নয়
স্বরূপ ছিলো অরূপ তাঁর
মেয়েটি ছিলো আলোর প্রতীক
নয়তো ভীষণ অন্ধকার।
মেয়েটি এখন সাবালিকা ফুল
চন্দন চিতো যৌবনে
মেয়েটির মনে বিলি কাটে রাত
চাঁদ বিহঙ্গে মৌবনে।
মেয়েটি এখন জ্যোৎস্না ছড়ায়
স্বপ্ন পদ্মপুকুর স্নানে
মেয়েটি এখন ছায়া সুনিবিড়
পরগৃহবাস অঙ্গনে।
মেয়েটি এখন হেঁসেলবাসি
মেয়েটি এখন চুল বাঁধে
মেয়েটি এখন বেডরুমে যায়
কারো না কারো মন বাঁধে।