নদী
দুঃখ দিয়ে কিনেছিলাম নদী
সেও একটু ভালো বাসতো যদি!
নদী যদি নদীই হতো তৃষ্ণা মেটাবার
রিক্ত জলসত্র হতো সিক্ত পারাবার।
যতোই আমি উদার মনে নদীর ধারে যাই
উজাড় অবগাহন করি মুক্ত জলে প্রায়ই
নদী আমায় দেয়নি তবু কিছু
ভাঙন নদী তাড়ায় শুধু নিত্য পিছু পিছু।
নদীগুলো এমন কেনো হয়?
যতো ভালোবাসি তাকে ততোই দেখায় ভয়।
শান্ত নদী ফেনিল তুফান শান্ত নদীর ঝড়
নদী যতো আপন ভাবি ততোই নদী পর।
তবু আমি সুযোগ পেলে নদীর কাছেই যাই
নদী ছাড়া আমার যোনো অন্য কেহ নাই।
নদী আমার গল্প বলা নদী আমার গান
নদী আমার কাব্যকথা, নদী আমার প্রাণ।
তাইতো আমি রিক্ত হস্ত নদীর ধারেই যাই
নদীই আমার সব কাড়া সুখ, স্বপ্ন সর্বদাই।
স্বপ্নে আজো সেই নদীটির অনেক কাছাকাছি
দুঃখ দেয়ার দুঃখ ভোলার নদীর মাঝেই আছি।
-মাসুদ আলম বাবুল
১১.৭. ২০ জলিশা, বেতাগী।