প্রাণের পিরান


প্রাণের পিরানে পাখি কুহুকীনি ডাকে
শরমে লুকায় লাজ জেলে ভগ্নিরা
নদীর কিনার শোনে ভাঙনের সুর
একতারা ছিঁড়ে গেলে কি থাকে বাউল!


কে শোনায় গান আর প্রনয়ে নিটোল
কার ঘর ভেঙে যায় চৈত্রের ঝড়ে
রূঢ় ভাষা শিখে যতো মহাজনি সুদ
হালের বলদটাও খুরাচালে বসা।


গাঙের পানির তোড়ে বেসুমার স্রোত
বৈঠার কড়াত কাটে হিয়া দেহ মন;
এই বুঝি তাঁর সাথে দেখা হয়ে যাবে
ক্ষত দেহ যবুথবু পিরানে লুকায়।


আহারে সোনার ক্ষেত ভেঙে গেছে গাঙে
অনাবাদী অগুণন ফসলি জমিন
একতারা ছিঁড়ে গেলে কি থাকে বাউল!
তবুও তোমার বীণে কি সুরো লহর?