প্রলেতারিয়েত


পৃথিবীটাকে বদলে দিতে ইচ্ছে করেছিলো।
ইচ্ছে করেছিলো-
আকাশ আর পাহাড়ের সাথে
বন্ধুত্ব হয়ে যাক,
পাহাড়ি ঝর্ণা আর জলপ্রপাতগুলো
সাগরের সাথে মিলে গেলে
আমি আর প্রলেতারিয়েত বলে
গভীর অরণ্যে সবুজ পাতার পেন্টালুনে
অন্তর্গত মাংসপিণ্ড ঢেকে ঢেকে
শিকারের অন্বেষা করবোনা।
একবার হিমালয়ের সাথে আকাশের বন্ধুত্ব ভেবে ভেবে
এভারেস্ট শৃঙ্গে পা রেখে দেখলাম
নিষ্ঠুর আকাশ, বড়ই সিমানাহীন।
কতো নদী তাঁর করাল গ্রাসে
দু'পারের জনপদ ভেঙে ভেঙে প্রশস্ত হয়েছে বলে
সাগর উপাধি সে কখনো পেলোনা।
সুতরাং বুর্জোয়া শ্রেণিগুলো
ক্রমে ক্রমে মুছে দিতে চাইলো
সভ্যতার সব ইতিহাস, ফল্গুধারা।
শত বছরের শত সহস্র সংগ্রাম শেষে
প্রলেতারিয়েত সেই প্রলেতারিয়েতই রয়ে গেলো।
আর আমরা যারা আকাশ এবং পাহাড়ের মাঝে
সন্ধি আর সমতল খুঁজি
তাদের চোখে এখন বিক্ষিপ্ত অন্ধকার;
তবু সেই অন্ধকারে
আমি এক প্রলেতারিয়েত
শত বছরের ব্যঞ্জনায় আজো
বিমূর্ত এক প্লেনফিল্ড সমতল খুঁজি।
আর শুধু চিৎকার করে বলি,
আপনি কি প্রলেতারিয়েত?
আপনি কি মহান অক্টোবর বিপ্লবের কথা জানেন?
আপনি কি কোনো বিপ্লবের কথা জানেন?
আপনি কি আকাশ আর পাহাড় নিয়ে ভাবেন?
আপনি কি প্রাসাদ আর ছনঘর নিয়ে চিন্তিত?
আপনি কি ভাঙনোদ্যত কোনো নদীকে বলেছেন?
তুমি কখনোই সাগর হবেনা!!