সীমিত আকারে


এবার তোমাকে সীমিত আকারে
ছুঁয়ে দেখতে পারি;
পার্কের বেঞ্চিতে কিংবা
চাইনিজ রেস্তরাঁর ঘননীল
পরিশীলিত অন্ধকারের ভেতর।
হয়তোবা সীমিত আকারে স্পর্শ করতে পারি
তোমার কটিদেশ, নাভীমূল, অয়ন, উরুও।
সীমিত আকারে গণপরিবহণ খুলে গেলে
তোমাকে গণ চুম্বনে সিক্ত করতে পারি
সীমিত আকারে।
সীমিত আকারে লকডাউন উঠে গেলে
তুমিও সীমিত আকারে খুলে নিও
পিপিই, মাস্ক, ব্লাউজ, ব্রা,
ইত্যাকার যা কিছু সম্ভব।
অতঃপর সীমিত আকারেই
তোমার অনাবাদী শস্যক্ষেত্র হয়ে উঠতে পারে
উর্বর এক কর্ষণযোগ্য ভূমি।
সীমিত আকারে মৃত্যুহার বেড়ে গেলে
জন্মহার নিয়ন্ত্রনের উপর আরোপিত লকডাউনের
লাল প্লাকার্ডগুলো উঠিয়ে নেয়া যেতে পারে
সীমিত আকারে।
জীবনটাও সীমিতকরণ হলে
অসীম ভাবনাগুলোকে আর সীমিত করে কোনো লাভ নেই।
তাই সসীম জীবনের
সব সীমিতকেই
অসীমকরণ করা যেতে পারে
সীমিত আকারে।


-মাসুদ আলম বাবুল
২৮.৫.২০ সবুজবাগ, পটুয়াখালী।