ভ্রষ্ট প্রেমের কবিতা
মনেকরো হলভর্তি গমগমে লোক
স্টেজে তুমি আর আমি
অনেকটা গা ঘেষে বসেছো আমার,
হতেই পারে।
মনেকরো গ্যালারি ভর্তি ক্রিড়ামোদি উপচে পড়া দর্শক
ফুটবল কিংবা ক্রিকেট খেলায়
প্রিয় দলের সাফল্যে ভীষণ উত্তেজিত তুমিও
এবং হঠাৎ উত্তেজনায় জড়িয়ে ধরলে আমায়,
হতেই পারে।
মনেকরো স্টেশনে অগনিত যাত্রী সাধারণের মাঝে
হঠাৎ দেখা হয়ে গেলো তোমার আমার
অনেক বছর পর,
তুমি অদ্ভুত আবেগে কপালে কপোলে
স্নিগ্ধ আদরে ভরিয়ে দিলে কিছুক্ষণ,
হতেই পারে।
মনেকরো সমুদ্রের জলকেলি বস্ত্রহরণ করে নিলো
তোমার আমার,
আমাদের জলাচ্ছাদন সোৎসাহে
দেখে নিচ্ছে পুলিনগামী আগন্তুক মানুষ,
তুমি নগ্নিকা চিড়িয়ার মতো উন্মুক্ত সৈকতে এক পর্যটক;
অক্টোপাস হয়ে লেপ্টে আছো আমার শরীরে,
হতেই পারে।
কিংবা ইরেজি মুভির মতো প্রকাশ্য চুমুর দৃশ্যে
অভিক্ষেপণ করলে অজ্ঞাত সময়,
হতেই পারে।
সারারাত নিষ্প্রদীপ অন্ধকারে একাকার হয়ে
জেগে ওঠা প্রভাত সাগরে
হতেই পারে।
হতে পারে
পৃথিবীতে তুমি আর আমি ছাড়া
দৃশ্যমান অন্যকেহ নেই,
হতেই পারে।
মাসুদ আলম বাবুল
১৯.১০.১৮ সবুজবাগ, পটুয়াখালী।