মৃত্যু ধীর পায়ে হেঁটে কাছে আসে
জীবন থমকে দাঁড়ায়
যাপন রঙ্গ বেরঙ্গের হতাশা উড়িয়ে হাসে
কিছু হাসি হাসি নয় কান্নার মতো।
হাসিটুকু সঞ্চিত না হউক যতো কান্নারা জমুক
মৃত্যুর পিপিলিকা পা গজায় এসব জেনে
জীবন অনাহারে রাত্রি যাপন চলে
ক্লান্তিও আসে নিদ্রারত প্রহরো আসে
কেউ ডাকেনা খেতে আয়।।
কোথাও কেউ থাকেনা পথবাসীর জন্যে দরিদ্রের জন্যে
জীবন এখান ব্রাকেট বন্দী ক্ষয়
ক্ষয়ের ভিড়ে হারিয়েছে স্বপ্ন উচ্ছ্বাস
এক থালা ভাতে থেমে থেমে জল নামে
চোখের নোনা সাগর শুকিয়ে যায়
কেউ দেখেনা।।।
পৃথিবীর পথেতটে দৈণ্য আঁধার যতো
ক্ষুধার ব্যথায় এপারে ওপারে পড়ে থাকে
যারা
তবুও কেউ বিত্ত্বের ভাগাড় হয়েও ডাষ্টবিনে ছুড়ে ফেলে খাবারের অবশিষ্টাংশ
কুকুর পেলো মানুষ পেলোনা।।।।
তবুও আকাশের চোখে ভেসে বেড়ায় দাপটের পুঁজিতন্ত্র
ওরা চির উজ্জ্বল সমৃদ্ধিতে
সব ব্যথা কুড়িয়ে নেয় দুস্থ জীবন
ক্ষুধার্ত যারা!-কত অসহায় নিপিড়ীত হায়!কত কাল ধরে।।।।।