দূরে চলে যেতে যেতে-এতো দূরে সরে যাওয়া!
যতো দূরে মন বলে কিছুই থাকেনা-
এভাবেই নিরলস বেঁচে থাকা।
যা থাকে তাতে স্মৃতির আগুন জ্বলে,
জ্বলতে জ্বলতে দহন সমুদ্র রচনা করে,
যে সমুদ্রে জলগুলো অদৃশ্য ছাই হয়ে সাঁতার কাটে।
এক সময় ব্যথার পাহাড় ভেসে ওঠে ছাই স্তুপে।
সব ছাই নীল রঙ পেয়ে নীলাকাশকে স্পর্শ করে।
আমাদের ব্যথার আলপনা আমাদের মনপটে বাঁচে নিয়তির ভৃূমিকা হয়ে।


কিছু দেয়া,বিনিময়ে কিছু নেয়া-
এই যদি জীবন যাপনের গল্প হয়,
তাহলে জীবন ভীষণ একার,
একা হয়ে গেলে যাপন ভাবনায় অতো নিয়ম কানুন হিসেব নিকেশ থাকেনা।
তবুও সব একা একাকীত্বের মতো নিঃসঙ্গ নক্ষত্র নয়,
কেউ একা সব থেকেও,
কেউ একা কিছু নেই বলে।