#মৌসুমী//
অনেক অনেক দূরের গন্তব্যে হারিয়ে যাওয়া প্রথম প্রেম সে ছিলো।
নরম আলোর ভোর সেকালের মতো একালেও আসে,
তোমার চোখের জলের মতো স্বচ্ছ প্রতিবিম্ব হতে চায়,
নেশাগ্রস্ত  রাত্রিরা নিঃসঙ্গ পাখির ডানায় ভর করে পাশ কেটে চলে যায়,
মনে হয় এই বুঝি তুমিও চলে গেলে-
অথচ কত্তো দূরত্বের অস্বীকৃতি হয়ে গেছো  তুমি!
সারা রাত আগুন জ্বলে যখন আকাশের বুকে,
আমার বুকের স্কেচে তুমি চিত্র শিল্প হয়ে ওঠো রক্তিম শিহরণে।
উদ্ভাসিত হয় একটি নাম তোমার লক্ষ বার,
তুমি আঁধারের উপমায় মাখামাখি হও, কাব্যের ফেনিল  স্রোতোধারায় কোথায় যেনো হারিয়ে যেতে চাচ্ছে টুকরো স্মৃতিরাও,
যত দূরে তুমি,ঠিক তত দূরে!
কত্তো দূরে!  
একটি অসমাপ্ত চিরকুটে তোমাকে খুঁজে ফেরার করুণ আর্তনাদ ফুটে উঠছে।
অথচ তুমি কিচ্ছু জানোনা!
তোমার ঠিকানায় পৌঁছবে কি কখনো?
খুঁজে পাওয়া যাবে কোন পথে অমন শিশির স্বচ্ছ চোখ-
সব পথ বেকে গিয়ে মূল মোহনায় ফিরে আসে অমন চোখ নিঃসৃত জলের মতন।
তোমার কান্নায় কাব্যিক শিল্প খুঁজে পেতাম একদিন,  
অথচ ঠিকানা জানিনি আজও জানিনি তোমার!
একটি যুগের বৈতরণ অতিবাহিত হয়ে যায় কতো সহজেই।
জীবনের মেঘাচ্ছন্ন উপকূল আজ তোমাকে মনে করে কবিতা লিখছে,
কেমন আছো তুমি মৌসুমী?
(মাসুদ চয়ন)