ঝরে যায় ঝরা পাতা-ঝরে যায় প্রতিদিন
নতুন পাতার হালখাতায় চির পুরাতন খেই হারালো
শঙ্খ নদীর পারে পাহাড়ের পদদেশে
একটি সূর্য চাকা
রঙে রঙে ছড়িয়েছে সোনালী রৌদ্র জমিনে জীবনে
সেই আলোর মতো ঝরছি তো ঝরছিই তুমিও আমিও
কখনো বেদনায় কখনো স্বপনের ভাবনায়
প্রতিদিন ভোর আসে বলে কালো রাত দূরে সরে যায়
এভাবে আমাদের যাপনেও দূরত্ব বাড়ে জন্মের সাথে
কালো লোম সাদা হয়ে ওঠে ঝরে যাবে তাই
শিড়দাড়া অকেজো হয়ে আসে
ঘুম খেয়ে আয়ু ফুরালো কতো সহজেই
পৃথিবীর পেছনে চোখ রেখে দেখি
এই আমি আর সেই আমি নাই
রেখে এসেছি অবুঝ অবোধ শৈসবী যাপন
মাটি মাখিনাই জলে ঝাঁপাতে নামিনাই
যৌবন ফুরাবার কালে
হাল ধরেছি বহুদূর পেরুনোর জন্য
জ্বলে জ্বলে ক্ষয়ে ক্ষয়ে এগিয়ে চলছে জীবন
না জানি কখন কোথায় টুপ করে ঝরে যাবে
এইতো খুব কাছেই,মাঝে মাঝে যাপনের স্বপনে ধিক ধিক বাজে কি জানি
এই বুঝি থেমে যাই,কুয়াশার ঘোর কেটে তবুও চলছিই পৃথিবীর এপারে ওপারে।