মেধা'র অন্ধ সে উঁই পোকা'রা
কোটার অনলে জ্বলে আজ,
নভেঃ সে নিরবে জ্বলা রবি তেজে,
হেঁটে রাজপথে গলে আজ।
.
মেধা'র মূল্য তুলা'র তুল্য
নিক্তির উর্ধ্ব তলে আজ,
টের কি পেয়েছো কোটা'র খোঁটা টা,
ফের তুমি পলে পলে আজ?
.
ঝুলিয়ে গলাতে সনদ তালতো,
ননদ, ভাইপো কারুকর,
আঁকে মাঝপথে "জেব্রা ক্রসিং",
মাঠে, ফুটপাতে ঝাড়ুদার।
.
আবার কেউ তো, খাবার রেডিতে
হবে হোটেলের অফিসার,
কি'বা ক্যান্টিনে, ক্যন্টিন-বয়-
আবেশে বলবে- "কফি স্যার"!
.
কে দেবে মূল্য স্বাক্ষরতাকে,
কে কাঁধে নেবে সে দুখ্ভার?
কোটা'র দাপটি পেঁচা'র কু-ছায়া,
কে আছে এগিয়ে রুখবার?
.
কেউতো দেয়ালে,
আঁকার খেয়ালে
স্বপ্ন আত্মবিশ্বাস,
সনদদারী সে ড্রাইভার কার'এ
ফেলে সে ক্লান্ত নিঃশ্বাস।
.
এখন....................
ডিপ্লোমাদারী প্রকৌশলী'রা,
মুছে ল্যাব-অফিস-আয়না,
যখন.....................
আবাল কোটা'র অমেধা অমুছা
চেয়ারে বসতে চায়'না।
.
যেন..............................
পা'তলে মেধাবী, কার্পেটসম
ময়লা,ধুলো তে গড়ে ঠিক,
কোটা'র অজাতি মূর্খ মাউসে
কপি পেস্টের নাড়ে ক্লিক।
.
কোটার ইয়্যা মোটা মাথা বড় ভ্রাতা,
ঘুঁষ-ফুঁ-ট্রেনিং এ "সার্জেন্ট"।
মোটা আছে যার টাকার অঙ্ক,
হ্যালো তাকে ডাকো আর্জেন্ট।

যেন...........................
আঙ্গুল ফুলে কলাগাছ তারা,
হলো হিউমেন টারজেন"
টাকার শেখরে মারে জাম্প তারা,
কী পাম্প, নিঃচাপে, কা'র ধ্যান?
.
আজ--
লক্ষ স্বপ্নের দক্ষ ভা'য়েরা
কোটার অধীনে পরাধীন।
মুক্তিযুদ্ধে বীর যে লড়েছে,
শুধু সে পেলো কী "আলাদীন"?
.
যার দু স্বচ্ছ, নিঁখুত ঘষাতে
নিমেষে মিটে মন-অভিলাষ,
তারাই স্বাধীন শুধু, অন্যরা
হবে কি তবে কি ইতিহাস?
.
মাত্রাবৃত্তঃ ৬+৬+৬+৪