হে বিধাতা শোনো মনো বিধানের বাণী,
কী এ বিধান যে প্রভু? ডাকে প্রেম গানে।
ঐ কুরসী ছেড়ে আজ ধরনির পানে,
ঝরায়ো বর তোমারি আসি আসমানি।
হাজার রজনি পরে পায় তোমা বরে-
শাবানের রাতি শবে বরাতি, হে বিভু;
জানি, তুমি ফেরাবেনা; বাজে এ অন্তরে-
তোমা' নাম-বিধি বীণা, একাকি হে প্রভু।


যাদুকর,গণকেরা ধরুক  শ' বাজি!
করুণা তোমার তারা পাবেনা গো আজি।
আরো যারা এগ্রহের মদ্যপায়ী জাতি-
তারাও। যারা দাম্ভিক,আত্মিয়তা ত্যাগি;
দিও ক্ষমা, বনে যদি তোমা' অনুরাগী।
হৃদে যদি জ্বালে তারা প্রেমমোম বাতি।



সবার মতামত কাম্য