"আমিই বাংলাদেশ,
"আমার  ডাকনাম লজ্জা,
"আমি শত মানুষের সামনে কুপিয়ে হত্যা হওয়া রিফাত,
"আমি বুয়েটের হোস্টেলে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা হওয়া আবরার,
"আমি আগুনে পুড়ে যাওয়া নুসরাত,
"আমি বিশ্বজিৎ, আমি অভিজিৎ, আমি নাদিয়া,
"আমি তনু,আমি খাদিজা,
"আমি রাজন,
"আমি মিতু,
"আমি ব্যার্থ ছাত্র,
"আমি প্রশ্নপত্র না পাওয়া হত দরিদ্র,
"আমি অবিরাম বাংলার মুখ,
"আমি লাল সবুজের কফিন,
"আমি পিলখানায় অসহায় সেনা অফিসারের আধারে দাফন,
"আমি স্বাধীন বাংলাদেশের পরাধিন জনগণ,
"আমি বাসে ধর্ষিতা মাজেদা,
"আমি ছেলের সামনে ধর্ষিতা মা,
"আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন,
"আমি এমপির গুলিতে গুলিবিদ্ধ সৌরভ,
"আমি গুম হওয়া সন্তানের মায়ের নিরব কান্না,
"আমি রানা প্লাজায় ধুলোয় উড়া লাশ,
"আমি সরকারি ভবনে রডের বদলে বাঁশ,
"আমি তাজরীনের অগ্নিকাণ্ডের অসহায় "গরীব কর্মচারী,
"আমি ধ্বসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ,
আর পদ্মার লঞ্চ ডুবি,
"আমি সাগর রুনির মেঘ,
"আমি ছিনতাই হওয়া অসহায় পথচারীর ব্যাগ,
"আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক শিশু,
"আমি সাতখুন শীতলক্ষ্যার পার,
"আমি ফেলানী,
আমি ষোল কোটি মানুষের ভাগ্য নিয়ে ঝুলে আছি কাটাতারে,
"আমি অন্ধ,
"তাই আমার বিবেকের দরজা বন্ধ।