রবের দেয়া সর্বশ্রেষ্ঠ নেয়ামত ছিলে তুমি
আমার সকল ধৈর্য্য পরিক্ষার পুরস্কার ও তুমি।
মন খারাপ এর দিন গুলোতে
মুখে হাসি ফোটানোর এক যাদুর রশ্মি ছিলে তুমি।
যদি কখনো এমন হতো
কোন সমস্যায় আমি নিমজ্জিত,
শক্ত করে দু'হাত ধরে বলতে ভাবছো কেনো এতো
প্রিয়া আমার,
পাশে আছিতো আমি তোমার।।
সোনালি রৌদ্দুর নিয়ে হাতে,
তুমি এসেছিলে আলো ছড়াতে।
কিন্তু,আধাঁরে আমায় রেখে
তুমি চলে গেলে দৃস্টির অন্তরালে।
খুব জানতে ইচ্ছে করে
কেমন আছো তুমি?
মহান রবের গায়েব এর জগত এ।
যদি না থাকত দুটি চাঁদ আমার,
খুব ইচ্ছে হতো তোমার সান্নিধ্য যাওয়ার।।
জিবন যুদ্ধের যাত্রা শেষ করে
মিলিত হতে চাই তোমার সাথে।
ততদিন না হয় অতৃপ্ত হ্রদয় নিয়ে
ঘুরে বেড়াব পৃথিবীর বাঁকে বাঁকে।
রব মুঁড়ে রাখুক আমায় তাঁর রহমত এর চাদরে।
ইনশাআল্লাহ দেখা হবে জান্নাতে।