পল্লীর রাত দূর করে সোনালি সূয উকি মারে
শুরু হয্ সকাল.
শিশির ভেজা ঘাসে রোদ পড্ লে মনে হয্ যেন মুুক্তোর দানা ছরিএ রেখেছে কেউ,
দোয্এলের মিষ্টি মধুর সুর কাটিএ দেয্ রাতের স্নিগ্ধতা,
মায্|ভরা কন্ঠে ডাকে বুলবুলি আর কুটুম,
পল্লীর সকালটা আপনাদের শহরের সকালের মত নয্,
ধলপহরের আগেই ছেলেপুলে গিয্এ হাজির হয্ বকুল তলে
তাদের পায্এর ছাপ পরে শিশির ভেজা দূবা ঘাসে,
দরজা খুলে যখন বাহিরে আসি সূযের ঝলকানি আলো চোখে আছরে পরে চোখে,
ঝাপসা চোখে তাকাই দূরের নারকেলগাছটিতে একটি ঘুঘু তার ঠোট দিয্এ নিজের গা নিজেই দিচ্ছে নেরে,
কীঅপূব দৃশ,
সকাল হতে না হতেই মুরগীদের ডাকাডাকি,পাশের বারিতে ডাকছে একগাদা ভেড্|,
বড্ রাস্তাটায্ আধ হাঁটু কাদা বৃষ্টি হয্এছে রাতে,
কাদা মারিয্এ দুপায্এ জরিএ কিশোররা উঠেছে রাস্তার দুপাশে থাকা জামগাছে,
একগুলো জাম মুখে পুরে দিএ চিবুচ্ছে তারা,নীল রঙে বণীল হয্এছে তাদের জিহবা |
মাথাল মাথায্ দিয্এ মাঠে ছুটেছে একদল কৃষক,
বারির নিচের জমিতে নাঙল জুরে গান ধরেছে রহিম চাচা
ঘনকালো মেঘে আবছা হয্এ আসছে আকাশ,
সকালের সূয কিরণকে এক মুহূত্বে ঢেকে দিলো মেঘ,
হালকা হালকা বাতাস গা শিউরে তুলছে, দোল খাচ্ছে কদম,
এই সকালটাযেন পল্লীর সকাল |