আজ মনে নেই সেই আগের মতো আবেশ,
নেই সেই উজ্জীবিত পেরণা,
নেই আজ ছন্দময্ জীবন,
জীবন চাকায্ ঘুরতে ঘুরতে পেরিয্ গেছে বহুদিন,
তবুও আজও ভালবাসি তোমাকে,
ঠিক আগের মতন |
পিয্ হারা এই মনে জাগেনা আর আগের মত ইচ্ছা,
যেন ইচ্ছাগুলো চুপসে গেছে,
এই মনের পাঙ্গনে আজ নেই কোনো কোলাহল,
মরুভূমি এই  হৃদয্ এ যে একটি মাত গাছ ছিলো তাও আজ মৃতপায্,
সুখ বলতে যতটুকু ছিলো তাও হারায্ গেছে তোমার মাঝে,
এত হারানোর মাঝেও এই বোকা মন বলে,, আজও ভালবাসি তোমায্ ঠিক আগের মতন |
যখন জীবন ছিলো ছন্দময্, মনে ছিল বাকুল ইচ্ছা,
তোমার হাসিভরা মুখখানি হায্,
উফ*-আমায্ পাগল করে দিতো,
হরিণ চোখে যখন আমার দিকে তাকাতে, তখন স্বপ্ন দেখতাম তোমার চোখে,
যখন ঝিলের পারে গিয্ চিত্কার করে বলতে ভালবাসি তোমায্,
তখন আমার মনে জাগিতো আশা, মনের মনেকোঠায্ থেকে উচ্চারিত হতো পেমের নতুন ভাষা,
কিন্তু কী হল, এমন কেন করলে?
অসহায্ এই আমাকে!
তোমার ঐ চোখ আর দেখতে পাই না,
দুবল এই চোখ আর স্বপ্ন দাখে না,
তুমি ভালবাসি আর বলোনা,
আমিও তোমাকে আর ভালো বাসিনা,
না** একথা শুধু আমার মুখের,
আমার হৃদয্ এর চৌদ্দ ভোল্টের মাইক থেকে উচ্চারিত হয্,
আজও ভালোবাসি তোমায্-ঠিক আগেরি মতন |||