আবরার
                   এম এ মাসুদ রানা


এইতো সেদিন বুয়েটের ক্যাম্পাসে গেয়েছিলে গান
গানের মাঝে পাওয়া গেল দেশাত্মবোধের টান।
এর ফলে, হৃদয় বিদারক ঘটেছিল বুয়েটে গতকাল।
তাই হায়েনার নিয়ে নিল আবরার তোমার প্রাণ।
নিদ্রাহীন উত্তাল-উত্তাপ অবস্থায় ছাত্রসমাজ
পতিবাদ করছে করবে ওরা, ছাড়েনি পথঘাট।


নিঃচুপ হয়ে আছে বুয়েট প্রশাসন
প্রতিবাদী সহপাঠীদের করছে প্রহসন।
ভাবছাড়া কথাগুলো বড্ড বেসামাল
অপরাধীদে অপরাধ দিচ্ছে সামাল
এই নিয়ে পরে গেছে বাংলায় তুলকালাম।


অপরাধীদের আজ ফুরফুরে মেজাজ,
অপরাধ করাটাই হলো তাদের মুল কাজ,
অপরাধ করলে তো তারা পেয়ে যায় আজাদ।
অপরাধ করতে না করে কোন হিসাব
আদালতের বিচারে নেই কোন ইনসাফ।


তোমাদের বলি, তোমরা তো কোন মায়ের সন্তান,
রাখলে কি তোরা তোদের মায়ের সম্মান?
কথায় কথায় নিচ্ছো তাজা প্রাণ।
এই সমাজটাকে করচ্ছো যখন তখন খানখান
তোমাদের কাজ করবে না'কি অবসান?
এই বাংলা ফিরে পাক তার নিজ প্রাণ।


রচনাকাল ০৮/১০/২০১৯