একটি খেলা
এম এ মাসুদ রানা


তুমি বরং তারই গল্প হয়ে যাও
যাকে তুমি মনের গভীরে নাও।
কখনো কি তাকে ছাড়তে চাও?
তারই কথা ভেবে তো সুখ পাও।


যে তোমাকে বইয়ের পাতায় পাতায়
লিপিবদ্ধ করে রাখতে চায়।
তুমি বলোই তো সে ছাড়া তুমি নাই
কি করি বলো হাই!


আমি না হয় পড়বো সেই গল্প
কোন এক বই মেলায়।
আমায় নিয়ে খেলেছো খেলায়
কোন একটা গোধুলীর বেলায়।