আমার আমি
এম এ মাসুদ রানা


আমার হারিয়ে যাওয়া কবিতা;
আমার হারিয়ে যাওয়া ছবিটা।
আমার হারিয়ে যাওয়া শৈশব
আমার হারিয়ে যাওয়া কৈশোর।


আমার নষ্ট জীবন ;
আমার ছন্নছাড়া মন।
আমার মনে বাজে করুন সুর,
আমার অতলে আসে বিশ্রী দেবাসুর।


আমার বেহিসাবী ভালবাসা ,
আমার বেসামাল কাছে আসা।
আমার বেমালুম চলন বলন
আমার অগোছালো কথার ধারণ।


আমার আলোকিত হারিয়ে যাওয়া শহর,
আমার আলোকিত জীবনে নেমেছে কহর।
আমার নীল নীলিমায় আঁধারে ঘনঘটা
আমার দিবসে আলোর মাঝে কুয়াশার ছটা।


তুমি এসো মেঘলা আকাশে, মেঘ হয়ে,
তুমি এসো দূঃখ ভরা মনে,  কষ্ট হয়ে।
তুমি এসো ক্লান্ত হৃদয়ে, অবসন্ন হয়ে,
তুমি এসো জরাজীর্ণ দেহে, দূর্বলতা নিয়ে।


ফিরে আসবেই আমার জীবনে,
আসবে না কেউ স্বাধীনতা হরণে।
অপেক্ষায় আছি তোমায় করবো বরণ
তাই সময়ে অসময়ে করি তোমায় স্মরণ।