আমার মা
এম এ মাসুদ রানা


সোনার বাংলায় পথে পথে
মায়ের নামের সুধা আছে,
মায়ের কারণে সন্তান বাঁচে
এমন জননী আমার মা।


জন্ম হয়নি তোমার কোলে
আত্মার টানে ধরেছ বুকে।
মা হালিমা মায়ের মতন
রেখেছিলে তোমার মাঝে।


জন্ম দিলেই হয় না মা
তুমি করেছো তা প্রমান,
হাজার যাতনা মাথায় নিয়ে
সন্তানের দিয়েছো অদর,
করনি কখনো অনাদর।


মায়ের আসন দিয়ে তোমায়
দিবা রাত্রি করি সম্মান।
চোখের আড়াল হলে তুমি
বেকুল হয়ে খুঁজে মরি।


মাতৃ স্নেহ দিয়েছো তুমি
পায়নি স্নেহের অভাব।
মায়ার জড়িয়ে রেখেছো,
কি এক বাঁধনে বেঁধে?
সেই স্নেহ হারায় যদি
গুড়িয়ে যাবে মোর জীবন।


জড়িয়ে ধরে করতে আদর
আমার কপল জুড়ে চুমু।
সেই সব কথা মনে হলে
অন্ত জ্বালায় যায় গো পুড়ে।


আদর সোহাগ করে আমায়
পারায়ত আমায় ঘুম।
অভিমান করে থাকতাম যখন
করুন সুরে ডাকতে কাছে।


আদর করে যখন রাখতে হাত
আমার মাথার উপরে।
স্বর্গের সুখ পেতাম আমি
তোমার  সেই কমল পরশে।


মা গো ছায়ায় ছিলাম বড়ই সুখে
তোমার জন্য ধন্য হলাম অবশেষে।
কালবৈশাখীর ঝড় এসেছে
আমার মনের গহীন ঘরে।।


মায়ের কথা বলবো কি আর?
বলতে গেলে বুকে আসে ব্যথা
স্মৃতির পাতা বিভোর এখন
অন্তরে আছে অনেক কথা।