আমি দেখতে চাই
এম এ মাসুদ  রানা


ভোর বিহানে দেখতে মন চাই,
ছোটো সোনামণি ব্যস্ত আছে
এখন যাবে সে বিদ্যালয়ে।
কাঁধে তার আছে স্কুল ব্যাগ,
নিদ্রা ভেঙে দেখি মহামারী শেষ
সবাই করিতেছে আরাম আয়েশ
কারো প্রতি কারো নেই কোন খায়েশ
সবাই আছে সবার তরে বড্ড বেশ।
চারিদিকে সবাই মুখরিত গুঞ্জনে
মহামারীর কবলে কবলিত ক'জনে
খবর পেতে করে শুধু ফোন আর ফোন
যাহা জানে তাহায় বলে দেয় টান।
সমাজের উঁচু নিচু ভেদাভেদ হয়েছে শেষ
খুজতে ছুটে না কেহ আরাম ও আয়েশ
করতে চাহে ধর্মে যাহা আছে জায়েজ,
আমানতও হয় না কারও কাছে গায়েব।
নির্দয় হয় না গোলামে উপর সাহেব
ধরে আছে ধর্মে কি আছে জায়েজ?
বর্জন করিতেছে যতসব নাজায়েজ
ধরণীতলে সবার বসবাস আয়েশে।