আমি ফিরছি
এম এ মাসুদ রানা


অন্ধকার ধূলিপথের বাঁকে বাঁকে ঘুরে ঘুরে
বেদনা বিধ্বস্ত একা একা ফিরছি......
তুমি কী জেগে আছো আমার অপেক্ষায়?
আমি রাত জেগে সবকিছু আগের মত সাজায়।


ঐ যে স্বপ্ন ঘুড়ির স্বপ্ন আঁকা দিন
ঐ যে রূপালি নদীর স্রোত, শৈশবের দুরন্ত সাঁতার
মনে পড়ে না  কী তোমার?
দীর্ঘ জলের দুর্দান্ত গল্প, মনে কী আছে তোমার?
ফিরছি, আমি আর থাকবো না একা একা,
ফিরছি, আমি তোমার কাছে ফিরছি!


অন্ধকার ধূলিপথের শহর নগর
লাবণ্যের সবুজ গল্পরা হারিয়ে গেছে
প্রযুক্তির লাল সন্ত্রাসের থাবায়!
বেঁচে আছি শুরু আমি তোমার আশায়।


ঐ যে রঙ বেরঙ্গের পাখি ডাকা সকাল
ঐ যে প্রাক বিদ্যালয়ের  বৃক্ষ বন্ধুরাজি
ডাকছে, ডাকছে, খুবই বেশি ডাকছে আমায়
কল্পের কল্পনাতে মনে পড়ছে তোমায়


তুমি কী জেগে আছো আমার অপেক্ষায়?
আমি, একা একা বেদনা বিধ্বস্ত ফিরছি!
আমি ফিরছি, আমি ফিরছি বুকভরা আশা নিয়ে
তুমি নিয়ো গো, নিয়ো আমায় মানিয়ে।


রচনাকাল ১২/১১/২০১৯