আমি তোমার সাথী
এম এ মাসুদ রানা


দিবসের শেষে গোধুলীর সাঁঝে
পুর্ব দিগন্ত থেকে তোমার সুর আসে।
নদীর ধারে দক্ষিনা বাতাস বয়
মাঝে মাঝে কেমন আছিস কয়।


দুঃখ থাকলেও আমার বুকে
জানতে পারবে না কেউ শুকে।
ভালবাসার স্বরে নদীর জল বলে
সুখ করিস খালি কোন ফলে।


তোর মনে আছে কত যে দুঃখ
সে"তো আমি জানি, আমি জানি।
দুঃখের পরে আসবে সুখ
এটাও তো আমি মানি, আমি মানি।


গভীর রাতে পরে আঁখির জল
দূঃখ ভরা নয়ন করে টলমল।
আমি সর্বক্ষণে থাকি তোমার পাশাপাশি
ধরে নিতে পারো আমি তোমার সাথী।


রচলাকাল ২০/০২/২০১৯