আমি
এম এ মাসুদ রানা


তুমি বলো, আমি আমিত্বেই বিভোর,
খোলে দেখি না, বলো মনের দোর।
নিজের ভাবনায় থাকি, এটাই আমার স্বভাব,
সর্বক্ষেত্রে নিজের জন্যে, রাখো অনেক জবাব
কার্য শেষ না হওয়া পর্যন্ত, কষতে থাকো হিসাব।


আমি আমিত্বেই থাকি, এটা তোমার মনের ভুল
মনের দোয়ার খুলে, দেখি সবারই মনের কূল
অযাচিত হয়ে গেলে, সরাসরি মারে দেয় হুল।
অন্যের তরে কিছু করতে হলে পেতে হয় মাশুল
আমি যে, সকলের তরে রহিতে চাই সর্বদাই ব্যাকুল।


আমি আমিত্বেই থাকি না জব্দ
অন্যের তরে কিছু করতে হৃদয়ে হয় শব্দ;
তবুও তো কেহ করতে পারে না কখনো কবজ্ব
সবার কাছাকাছি থাকতে নিজেকে করেছি হেফজ।


তোমার মনের ধারণায়, সঠিক ভাবে ছড়ায় না
তোমার গভীরে থাকে, সর্বদাই অন্য সব ধারণা।
তোমার তুমিতেই, থাকে বিষন্ন মন মানসিকতা
তোমার ভাবনায় রাখো, কথার কথা যথাতথা
তোমার মতো করতে পারি না, কখনো বোকাসোকা।


আমি আমিত্বেই থকি না, কখনো বিভোর
আমি সবই দেখে করি, এই মনকে সবুর।
আমি কখনো কখনো, দেখে করি না দেখার ভান
আমি ভাবি না এতেই, চলে যাবে আমার মান
আমি কারো জন্যও করি, কখনো নিজেকে কোরবান