__________ অমর একুশ
_______ এম এ মাসুদ রানা
বিষাদের করুণ ধুলোর নেইতো আর শেষ!
কষ্টদল আকাশে উড়াল দিয়েছে হাওয়া হাওয়া,
বায়ু প্রবাহের প্রত্যাশায়, বাঁধন ছেঁড়া বল্গাহরিণ হাওয়ায়,
দেয় ছুট জন্মে-জন্মে চেনা সবুজ জমিনে!


শোক নই তাই!  মুঠোভর্তি গাঁদাফুল নিয়েছি হাতে
হয়েছে কৃষ্ণচূড়া লাল, প্রদীপ্ত যৌবনের -ঘ্রাণ!
শোকের প্রভাতী মিছিলের নগ্নপদধ্বনি বেজে ওঠে আজ
নবতর দৃপ্ত মূর্ছনায়! উছলে উথলে ওঠে আলোর বকুল!


কে তারে বাঁধতে পারে ফের শৃঙ্খল-পিঞ্জিরায়
শহীদের স্মৃতিতে ছুটেছে দিকবিদিক,  বিশ্বময় ব্যাপ্ত আজ
একুশের অমেয় সঙ্গীত, আমার ভাইয়ের রক্তে রাঙানো.....
বিশ্বের পতাকা জুড়ে পৎপৎ ওড়ে শহীদের স্মৃতি বিশ্বময়!


উঠুক জেগে ফুলের সৌরভে ফসলের ঘ্রাণ!
মুখেমুখে নাচুক আলোর মুগ্ধ ব্যাকুলতা!
দূর হোক ক্ষুধা-ক্লান্তি-জ্বরা অন্তহীনতা!
বাংলাদেশ হাসুক খিলখিলি প্রাণবন্ত হাসি অমলিন
তাই চাই খোদা!
এইটুকু চাই!
শান্তি হোক শহীদের রক্তাক্ত আত্মার।