অধরা
এম এ মাসুদ রানা


জীবনের চরম কর্মব্যস্ত ক্ষণে
তবুও তোমায় পরে মনে।


চার রাস্তার মোড়ে কিংবা
ল্যাম্প পোষ্টের পাশে দাড়িয়ে।
বলি কেমন আছো তুমি?


কখনো কখনো ক্লান্ত মনে
বিশ্রামের শুভ ক্ষণে,
কত কথা জাগে মোর মনে
ঠিক তখনও,
জাগো তুমি মোর মনে।
হলে বুঝি মোর বনলতা সেন।


মোর ক্লান্ত অবসান করতে
হবে তো বনলতা প্রয়োজন।
তাই বলি শুনো নাতো তুমি
বলো না তো কখনো,
আমি সেই বনলতা।


রচনাকাল ০২/০৩/২০১৯