আত্মচিৎকার
এম এ মাসুদ রানা


নিদারুণ কষ্ট হচ্ছে দেশ ও জাতির আজ
দেশে চলছে অমানবিকতায় ব্যাপক কাজ
সমাজপতিদের হচ্ছে না কেন রকমে লাজ
দূর্নীতি, লুঠতরাজের বাজনা বাজাছে বাজ।


আঘাত করলেও করতে পারি না প্রতিঘাত
স্বার্থের কারণে ওদের থাকে না জাতপাত।
উৎকণ্ঠে ও উদগ্রীবতায় কাটছে যে, দিনরাত
সমাজটাকে ভোগের তরে করেছে সাতপাত।


আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রেও নেই নিরাপত্তা
দিনে দিনে মানুষ রূপে জন্ম নিচ্ছে কত্তো কুত্তা।
ছেলেকে বেঁধে মাকে করে  পাশবিক নির্যাতন
স্বামীকে বন্দী রেখে স্ত্রীকে অমানুষিক প্রত্যর্পণ।


পাবো না কি কখনো এইসব থেকে প্রতিকার
উৎপীড়ন থেকে কখনো হবো না'কি নিস্তার ।
নিজেই নিজের বিবেকে দিয়ে থাকি ধিক্কার
ক্ষণে ক্ষণে অনুক্ষণে করে থাকি আত্মচিৎকার।


রচনাকালঃ ২৮/১২/২০২১খ্রিঃ