এসো দ্বীনের পথে
এম এ মাসুদ রানা


ধর্ম ছেড়ে গোমূত্র খোঁড় হয়ো না,
পাইবা না ভাই কোন ছাড়,
সুযোগ বুঝে তারাই ধরে মারবে আছার।
মোরা নয় কারো হাতের গড়া পুতুল
ইচ্ছা মতো করবে তোরা অদলবদল
জীবনটা তোকে যে, করেছে দান
দানের ফলে রেখেছো কি তার মান?


জালিমেরে ভয় করছিস তোরা
বলো তোরা এটাই হলো বাঁচা মরা।
মরণ থেকে বাঁচতে পারবে নাতো ভাই
সত্য হলো বলি তাই,
ইলাহি ছাড়া বাঁচার কোন রাস্তা নাই
যদি বলো আছে, সবে পুরে হয়েছে ছাই
ঐ পথে বাঁচার কোন উপায় নাই।


অতীত যতো ঘটেছে, সবে ভুলে চলো
শুদ্ধি লাভের তরে খোদা সাথে বলো।
তারেই ফলে খোদা, তার বাড়াবে হাত,
সেই কারনে তরে পেয়ে যাবি নাজাত।
তাঁর কাছে চাও তুমি পরিত্রান।
বর্ষণ করো করুন সুরে মাগফিরাতে
তহলেই তো খোদা থাকবে তোমার সাথে।