________ ব্যবধান ________
____ এম এ  মাসুদ রানা ______


অন্য দেশের যুবকরা যখন
জয় করতে চায় অজানা কিছু।
দেশের জন্য জীবন দিয়ে রয়েছে রাজি
পরাজয় মনে না তারাই জন্য জীবন বাজি।


ঠিক তখনি আমার দেশের যুব সমাজ
ধর্ষনকে করেছে প্রধান কাজ ।
তাদের দেখে হয় না, এদের লাজ
করতে চাই না কোন ভাল কাজ।


অন্য দেশের যুব সমাজ শিখে
উন্নত হবে কিসে এটাই তারা লিখে।
শক্তিধর কেমনে হবে তার
এটার জন্য দিচ্ছে সবাই সাঁড়া।


আমার দেশের ছেলেকে মা-বাপে বলে
প্রতারক হতে হবে ছলে বা কৌশলে।
ভন্ড বাবার ভন্ডামি চলছে রমরমি
শীতে যেমন ধরে মানুষের কনকনি।


অন্য দেশে নেতা ব্যর্থ হলে
নিজ দায়িত্ব নিজেই  ছাড়ে।
জোড় করে নেয় না ক্ষমতা কাড়ে
এতে তো তাদের শুনাম বাড়ে।


আমার দেশে অসৎ লোকে নেতা হয়
কথায় কথায় দেয় মরণের ভয়।
জনগণের মনকে করতে চাই না জয়
এরই ফলে বারে বার হচ্ছি তো পরাজয়।