বাঁচিবার সাধ
এম এ মাসুদ রানা


অমানিশার নিকষ আঁধারে বসে আছি
বিষের পেয়ালা সাজাবো বলে।
তারাদের জলসা হবে কোন কালে
ঘোর নেশায় বিভোর হয়ে আজি !


হৃদপিণ্ডের জমানো রাশি রাশি খুনে
ভালোবাসা গেয়ে ওঠে গুনগুনিয়ে।
বহমান যৌবন-নদী ধরেছে বাজী-
তবুও ক্লান্ত মনে দূর্বার মৃত্যুমহারথী।


সন্ধ্যায় হাসনাহেনা ফুলের গন্ধে মাতাল
জোনাকিদের মিটিমিটি আলো দিতে হয়নি দেরী,
ঝিঁঝিঁ পোকারাও হয়নি ক্লান্ত একই সুরে গেয়ে;
ক্লান্ত শুধু আমি তোমার পথ চেয়ে চেয়ে৷


জীবন জীবনের কাছে এত দামী বুঝিনি আগে,
কাটে না বিষণ্ণ প্রহর কাল গুনে গুনে৷
এখনও মরিনি আমি বিরহের কুটিল বিষ পানে,
তোমার ফেরার প্রতীক্ষা আজো বাঁচিবার সাধ আনে৷