_________ বিচিত্র মানুষ
______ এম এ মাসুদ রানা


নৈঃশব্দ্য শব্দটি খুব শদা
মানুষ সংক্ষিপ্ত ধ্বনি চায় অর্থ খোঁজে খুব বেশি
অর্থে খোঁজ না পেলেও করে তারা চেচামেচি
বিভিন্ন কারণে চলে আসে কাছাকাছি
ছলনা ও ললসা পেতে কথা বলে মিছামিছি।


বড়ই বিচিত্র কামনা-বাসনা থাকে মানুষের
স্বভাবও দ্রুত জমা বদলায়। দুর্বৃত্ত বাতাসে
উড়ে যায় পূর্ণিমার অদৃশ্য গহীন শাদা জোৎন্সায়
বিষাদের গ্রীবার জ্বলে ওঠে শোকের স্তবক অখণ্ড বিষাদ।


রঙ্গিন মেঘের গাঢ় রঙিন রোদেলাবিকাল মৃত
রজনীর উঠোনে উজ্বল মেঘের শাদা ধ্বনি, গূঢ়
বেদনার নিঃশব্দ অশ্রু ঝরে অলক্ষে কোথাও
ঝরা অশ্রু হবে কি আবার বৃথা?


মানুষের পকেটে নেই নক্ষত্র, মেঘভর্তি ব্রিফকেস হাঁটে
সুন্দর আঙুলগুলো দিনরাত অন্ধকার লেখে
শর্টহ্যান্ডে লেখে অপ্রতিরোধ্য বিষাদ দীর্ঘশ্বাস
পায়না তো জীবনে বাঁচাবার উচ্ছাস।


তবুও আমাদের প্রতিটি সকাল  অপেক্ষায় থাকে
মানুষের জন্যে সুখের পাখির জন্যে
সুখ পাখি পেয়ে হবে তো সবাই ধন্য
সুখ পাখি করবে কি আমাদের গণ্য?
বাজারে হবে আবার সবে কি কেনা বেচার পণ্য?
আমাদের বাঁচার জন্য পায়না অন্য।