বিফল বাসনা
এম এ মাসুদ রানা


আমি পাইনি খুজে তোমায় কোন কূলে
হেমন্তের শিশির ভেজা ফুলে ফুলে।
তুমি এসেছিল না'কি সেই হৈমন্তী রথে
হাল্কা কুয়াশা মাখা ছিলে তো বটে।


তুমি এসেছিলে না'কি যমুনার স্রোতের অনুকূলে?
উত্তাল-পাতাল ঢেউয়ে ফেপে ফুলে।
এসেছিল না'কি কাগজের নৌকায় চড়ে?
তোমায় পাইনি খুজে যমুনার কোন চরে।


তুমি একেছিলাম না'কি অনুভবে অনুভূতি নিয়ে?
বেলা শেষে ফিরে যাবে ভালোবাসা দিয়ে,
অথবা রঙধনুর সাত রঙে নিবো চেয়ে
মনে যতটা আছে পাওয়ার যাবো পেয়ে।


হলো না  চাওয়া, হলো না পাওয়া,
হবে কি করে আর নাওয়া, খাওয়া?
ভাঙ্গা মন রাতে শুধু কাঁদে আর শুধু কাঁদে
কষ্ট ভরা প্রতি প্রহের ফাঁকে ফাঁকে।
তুমি এসেছিল না'কি নয়নের জলে?
দিয়ে গেলে তুমি নিরাশাকে কোলে!