_______বিজয় দিবস______
      এম এ মাসুদ রানা


পাকিস্তানের শাসন শোষণে
অতিষ্ঠ ছিলো বাঙ্গালী জাতি।
শোষক হাটাতে, স্বাধীনতা পেতে
বীর সন্তান হয়েছে পাগল পারা।
২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা এলো,
নয়টি মাস যুদ্ধে অতিবাহিত হলো
দেশের তরে ত্রিশ লক্ষ জীবন দিল।
দুই লক্ষ মা বোন  সম্ভ্রমের বিনিময়ে
দেশটা হয়েছে আজ হানাদার মুক্ত
তাই ষোলই ডিসেম্বর বিজয় দিবস।